সাবেক প্রতিমন্ত্রী জাকিরের ১৩৭ শতক জমি জব্দের আদেশ

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের ১৩৭ শতক জমি জব্দের আদেশ

KURINEWSBD
By -KURINEWSBD
0



প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম


সাবেক প্রতিমন্ত্রী জাকিরের ১৩৭ শতক জমি জব্দের আদেশ

ফাইল ছবি

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ১৩৭ শতক জমি জব্দ করেছেন আদালত। একইসঙ্গে তার নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে চার কোটি ৬৭ লাখ টাকা রয়েছে। 

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জৈষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের উপপরিচালক মিনহাজ বিন ইসলাম তার এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। 

আবেদনে বলা হয়েছে, জাকির হোসেনের নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক।

এর আগে গত ২১ জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, জাকির হোসেন অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। 

তিনি নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা এবং ১২ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৮১০ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধ করেছেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();