কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মজিদুল ইসলাম (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা গেছে, নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানান, তার পরিবার ও প্রতিবেশীরা। তারা জানান, ঢাকায় গার্মেন্টসে কাজ করা অবস্থায় সিলেটের হবিগঞ্জের মেয়ে ইয়াসমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নিহত মসজিদুলের। পরে পারিবারিক I've ৬ থেকে ৭ বছর আগে বিয়ে হয়েছে তার। মাত্র তিন শতক জমিতে মা স্ত্রী ও সন্তানকে নিয়ে তার সংসার। নিহতের ঘরে চার বছর বয়সী ছেলে সন্তানও রয়েছে। নিহত মসজিদুল বাড়ীতে প্রায় সময় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়তেন এবং প্রায় সময় কোন কারণ ছাড়াই বাড়ীর জিনিসপত্র ভাংচুর ও পরিবারের উপর অত্যাচার করতো।
মৃত যুবকের মা মন্জু বেওয়া জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে দুপুরে বাড়ীতে রেখে ছাগলের ঘাস সংগ্রহ করতে যাই। এরপর বিকালে বাড়ীতে ফিরে ঘরে ঢুকতে ছেলের মরদেহ আঁড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দেই। পরে প্রতিবেশিরা ছুঁটে আসেন। পরে প্রতিবেশিরা ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি ইউডি মামলা করেছেন।
Post a Comment
0Comments